স্মৃতির পাতা উল্টাতে উল্টাতে অনেক পিছনে চলে যাই। জন্মের আগেই আমার দাদা-দাদী এই পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেছেন। অামি যখন খুব ছোট তখন নানা ও পরপারে চলে যান। নানা ভাই-র ছবি মনের মাঝে অনেক চেষ্টা করে ও আঁকতে পারিনি। অামার বুঝ হওয়ার পর থেকে নানু কে দেখেছি, কাছে পেয়েছি,,,, দাদা,দাদী,নানা'র অাদর- স্নেহ ভালোবাসা না পাওয়ার অনুভূতি নানু, কখনো কিছুতেই বুজতে দেয়নি। গত ২১-০১-২০১৮ইং রোজ রবিবার অামার নানু, সব কিছুর মায়া ত্যাগ করে অামাদের ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে। অথছ এক মাস আগে ও নানু আমাকে তার বুকের মধ্যে জড়িয়ে ধরে আদর করেছেন। সেই কিনা কাউকে কিছু না বলে চলে গেলেন!! অামি নিজ হাতে নানুকে কবরে শুইয়ে দিয়ে আসলাম! নানু রেখে গেলেন তাঁর অাদর স্নেহ ভালবাসার স্মৃতি। ছোট বেলায় অামাকে কোলে নিয়ে অাদর করতে করতে ঢেঁকিতে চাল গুড়া করতে গিয়ে নানুর হাত ঢেঁকির নিচে পড়ে, কিন্তু তার পরেও অামাকে কোল থেকে ফেলেনি। শীতের দুপুরে অামাকে গোসল করিয়ে রোদে -দাঁড়া করিয়ে, সারা-গায়ে সরিষার তেল দিয়ে দেওয়া, মাথায় ছুপ-ছুপ করে তেল দিয়ে দেওয়া অার কখনো হবেনা। রাতে শুয়ে শুয়ে মাথায় হাত বুলিয়...
পোস্টগুলি
জানুয়ারী, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
স্মৃতির পাতায়
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ

আনেক বছর আগে স্মৃতির পাতায়, আমি যখন খুব ছোট, তখন রাতে পড়তে বসলে বিদ্যুৎ চলে গেলে অাম্মু- হারিকেন জ্বালিয়ে দিতো... হারিকেন টা মিট মিট করে জ্বলতো. . . আর ঘরের বাইরে থেকে ঝিঝি পোকার শব্দ কানে ভেসে আসতো.. ... মাঝে মাঝে ঘরের বাহির থেকে দু' চার টা জোনাক পোকা- ঘরের ভেতর অাসতো, হারিকেন টা জ্বলতে জ্বলতে একটা সময়ে তেল ফুরিয়ে যেতো!! ""হারিকেনের রাতে"" ""ঝিঝি পোকাদের ডাকে"" ""জোনাকির অালোয়"" হারিকেনের সে রাত গুলো কে এখনো চার দেয়ালের মাঝে খুজে বেড়াই. . .. rayhanmajumder.blogspot.com
মুক্তিযুদ্ধের কবিতা।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ

"মুক্তিযুদ্ধ" আর এস রায়হান মজুমদার অামি দেখেনি- মুক্তিযুদ্ধ" অামি শুনেছি বাবার মুখে। দেখেনি সেই রক্তাক্ত রাজপথ। অামি শুনেছি নরপিশাচের অত্যাচার। দেখেনি পদ্মা, মেঘনা, যমুনার বহমান রক্তের খড়স্রোত। অামি দেখেনি গ্রামের পর গ্রাম অগ্নিভষ্ম ছাইয়ের অাভরণ। দেখেনি অামি অসহায় মানুষের নিষ্পাপ অবিরত ক্রন্দন। অামি দেখেনি নিস্পাপ মানুষের ওপর নরপিশাচের ভয়াল থাবা! দেখেনি অামি মানুষরূপী শয়তানের, ধ্বংসের কারুকার্যের লীলা। অামি দেখেনি অত্যাচারীর লোলুপ জিহ্বা, দেখেনি অামি মা বোনের নির্যাতনের দশা- অার্তনাদ- কান্নার করুন জীবন ধারা। অামি দেখেনি নয় মাস বীর বাঙ্গালির- হার না মানা যুদ্ধক্ষেত্র, দেখেনি অামি জীবন বাজী রেখে, দেশের তরে প্রাণ উৎসর্গ করা। অামি দেখেনি সাড়ে সাতকোটি মানুষের স্বাধীনতা আন্দোলন। অামি শুনেছি রেসকোর্সে জাতির জন্য বঙ্গবন্ধুর অগ্নিঝরা সে ভাষন। জন্ম অামার ধন্য মুক্তিযোদ্ধার ঘরে স্বাধীন এই বাংলার মাটিতে। প্রাণ ভরে নিঃশ্বাস নেই মুক্ত বাতাসে প্রকৃতির সাথে করি খেলা.. অনাবিল হাসি অানন্দ মাখামাখি করে। অানলো যারা স্বাধীন কর...
মেঘ বালিকা
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মেঘ বালিকা -অার এস রায়হান মজুমদার জোছনা রাতে লক্ষকোটি তারার প্রানে। বসে অাছি একা মনে। মনটা যে অাজ দুলছে দক্ষিনা বাতাসে। জোনাকীর অালোয় নতুন স্বপ্ন জাগে প্রানে। মেঘ বালিকা কত স্বপ্ন ছিলো মনে। হবে কি দেখা জীবনের কোন একখনে? স্নিগ্ধ জোছনা রাতে যদি পেয়ে যাই তোমারই দেখা। সে রাতেই বলিবো তোমায় অামারই মনের কথা। শুনবে কি তুমি অামার কথা? যাবে কি অামার চিরচেনা স্বপ্নের দেশে। করবে কী অামায় সাথী, ওগো মেঘ বালিকা? রাখবে কী অামার হাতে হাত, দিবে কি তোমার স্নিগ্ধ জোছনা রাত? rayhanmajumder.blogspot.com
কিছু কথা
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
কিছু কথা থাক না জানা, কিছু কথা থাক না বলা। কিছু স্মৃতি হোকনা অসীম, কিছু ব্যথা মূলহীন কিছু অাশা অমলিন, কিছু দেখা ইচ্ছে হীন। কিছু হাসি অমলিন, কিছু কান্না সর্বজনীন। কিছু স্বপ্ন প্রতিদিন, কিছু কষ্ট নিয়মহীন। কিছু ভূল ছিলো অামার, কিছু ভূল ছিলো তোমার। ঘুম গুলোকে ছুটি দিয়ে তোমায় ভাবি সকাল- দুপুর মনে মনে কথা বলি। অামি তোমারই হতে চাই। দু'চোখ ভরে দেখতে চাই। rayhanmajumder.blogspot.com
আমার প্রথম কবিতা
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ

আহ্বান -অার এস রায়হান মজুমদার তুমি আজ বন্ধু যাবে আমার সাথে। সাথী হবে চাঁদের খেয়া, ঐ দূর জোছনা। এমনি ভরা জোছনায় পায়ে পায়ে, তুমি অাজ বন্ধু যাবে আমার সাথে। জোনাকির স্নিগ্ধ আলোয় পাড়ি দিব, দূর অজানায়। যেখানে থাকবেনা কোলাহল যানজট, যেখানে থাকবেনা ইট পাথারের ইমারত। থাকবে পায়ে পায়ে তোমার নূপুরের নিক্কন ধ্বনির জোছনা ভরা রাত। যেখানে থাকবে তোমার চুলের গন্ধ ভরা নির্মল বায়ু, থাকবে প্রকৃতি সবটুকু রং মিশিয়ে আঁকা তোমার হাসিমাখা ছবি। ওগো বন্ধু তুমি যাবে সেথায়? যেখানে থাকবে মাঠের পর মাঠ, সবুজের সমাহার, থাকবে গাছের ছায়াতল মেঠো পথে পাখিদের কলকাকলি। তপ্ত দুপুরে বুনো হাওয়ায় ভেসে অাসবে কান্ত রাখালের অপূর্ব বাঁশির সুর, সেথায় হারাবো দুজন, ...