মেনে নিতে পারছিনা

আজ পুরান ঢাকা সদরঘাট এলাকায় রাস্তা দিয়ে অামি অার অামার বন্ধু হেটে যাচ্ছি হঠাৎ একজন আমাকে পিছন থেকে ধাক্কা  দিলো। অামি ভাবলাম শহুরে রাস্তা ধাক্কা লাগতেই পারে, কিন্তুু না আবার ও ধাক্কা দিলো এবার একটু জোরেই লাগে...!!
অামার সামনে একজন মহিলা তার শিশু বাচ্চাকে কোলে নিয়ে হেঁটে যাচ্ছে, নিজেকে অনেক কষ্ট করে সামনে নিলাম.. পিছন ফিরে  দেখি ৩-৪ জন ছেলে হাসাহাসি করে মজা নিচ্ছে, দেখেই বুঝতে পারলাম কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ছাএ।

অামি বললাম ভাই ধাক্কা দেন কেন?

আরে কৈ ধাক্কা দিলাম, আরেক জন বলে ধাক্কার কি দেখছেন এখন দেখবি ধাক্কা কারে বলে।
ওকে ভাই স্যরি, দেখেন অামি যদি মহিলার গায়ে পড়তাম তাহলে বাচ্চাটার কি হতো?

ওরা বলে কি অার হইতো ভালোই হতো!!
হাহাহাহাাা অাইছে, এরই মাঝে অার ও অনেক কথা হয়ে গেছে।

এখন অামরা কলেজ, বিশ্ববিদ্যালয়, পড়ুয়া ছাএ-রাই যদি রাস্তাঘাটে এইরকম খারাপ
ব্যবহার করি, তাহলে লেখাপড়া করে এ সমাজ ও পরিবার অামাদের কাছে কি অাশা করবে?

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্মৃতির পাতায়

মুক্তিযুদ্ধের কবিতা।