স্মৃতির পাতা উল্টাতে উল্টাতে অনেক পিছনে চলে যাই। জন্মের আগেই আমার দাদা-দাদী  এই পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেছেন।
অামি যখন খুব ছোট তখন নানা ও পরপারে চলে যান। নানা ভাই-র ছবি মনের মাঝে অনেক চেষ্টা করে ও আঁকতে পারিনি।
অামার বুঝ হওয়ার পর থেকে নানু কে দেখেছি, কাছে পেয়েছি,,,, দাদা,দাদী,নানা'র অাদর- স্নেহ ভালোবাসা না পাওয়ার অনুভূতি নানু, কখনো কিছুতেই বুজতে দেয়নি।

গত ২১-০১-২০১৮ইং রোজ রবিবার অামার  নানু, সব কিছুর মায়া ত্যাগ করে অামাদের ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে।
অথছ এক মাস আগে ও নানু আমাকে তার বুকের মধ্যে জড়িয়ে ধরে আদর করেছেন। সেই কিনা কাউকে কিছু না বলে  চলে গেলেন!!
অামি নিজ হাতে নানুকে কবরে শুইয়ে দিয়ে আসলাম! নানু রেখে গেলেন তাঁর অাদর স্নেহ ভালবাসার স্মৃতি।
ছোট বেলায় অামাকে কোলে নিয়ে অাদর করতে করতে ঢেঁকিতে চাল গুড়া করতে গিয়ে নানুর হাত ঢেঁকির নিচে পড়ে, কিন্তু তার পরেও অামাকে কোল থেকে ফেলেনি।
শীতের দুপুরে অামাকে গোসল করিয়ে রোদে -দাঁড়া করিয়ে, সারা-গায়ে সরিষার তেল দিয়ে দেওয়া, মাথায় ছুপ-ছুপ করে তেল দিয়ে দেওয়া অার কখনো হবেনা।
রাতে শুয়ে শুয়ে মাথায় হাত বুলিয়ে  গল্প শুনিয়ে ঘুমপাড়ানো- রাত গুলো অার কোন দিন ফিরে অাসবেনা, এখন অার কেউ ভাই- বলে ডাকবে না!!
কেউ বলবে না কৈ রে.. ভাই ভাত খেয়ে যা, নামাজ পড়তে যা, অাজকে থেকে যা, কালকে বাড়ি যাইস।
এখন অার অামাকে কাছে না পেলে কেউ সারা বাড়ি খুঁজে বেড়াবেনা।
 খেলতে গেলে অামাকে বারংবার দেখতে যাবে না।
নানুকে যখন এক মাস অাগে দেখতে গিয়ে ছিলাম অামি অার অামার খালাতো ভাই মিলে, তখন নানু ঘুমে ছিলো।  অামি দু'বার ডাক দিলাম, নানু, নানু  বলে....  তখন তিনি ঘুম থেকে অামার নাম দরে ডাক দিলেন, তখন খালাতো ভাই ও বলে উঠল নানু, অামাকে ছিনচেন?  নানু,  বলে না চিনতে পারি নাই, কে? চোখে ঠিক মত দেখিনা তাই চিনতে পারি নাই।

সবই এখন স্মৃতির আর্তনাদ, কান্নার জল সবাই দেখে, হৃদয়ের কষ্ট কেও দেখেনা.. পাওয়ার আনন্দ কিছু দিন থাকে। না পাওয়ার বেদনা সারা জীবন এ ও ভুলা যাবেনা।
এত অল্প লিখে তোমায় কি শেষ করা যায় ?
কি করবো অামার বুকের ভেতর প্রচন্ড ব্যথায় দম বন্ধ হওয়ার উপক্রম। এমন অনাকাঙ্খিত কথাটি শুনার জন্যে কখনো প্রস্তুত ছিলাম না। বোবা কান্নায় বুক ফেটে যাচ্ছে। প্রচণ্ড ধাক্কায় মন হয় হৃদয় দুমড়ে মুচড়ে যায়.....

নানু, জানি তুমি ফিরবেনা কোনোদিন।
তবু তোমাকে স্মরণ করে মুখ লুকিয়ে কাঁদি,
অামি যে তোমার অনেক অাদরের নাতি।
হে আল্লাহ, তুমি দয়ার সাগর, তুমি শ্রেষ্ঠ জানি। অামার নানু কে জান্নাতবাসী করো এটাই অামার মিনতি।  আমিন..

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্মৃতির পাতায়

মুক্তিযুদ্ধের কবিতা।