মুক্তিযুদ্ধের কবিতা।


           "মুক্তিযুদ্ধ"
আর এস রায়হান মজুমদার

অামি দেখেনি- মুক্তিযুদ্ধ"
অামি শুনেছি বাবার মুখে।
দেখেনি সেই রক্তাক্ত রাজপথ।
অামি শুনেছি নরপিশাচের অত্যাচার।
দেখেনি পদ্মা, মেঘনা, যমুনার বহমান রক্তের খড়স্রোত।
অামি দেখেনি গ্রামের পর গ্রাম অগ্নিভষ্ম ছাইয়ের অাভরণ।
দেখেনি অামি অসহায় মানুষের নিষ্পাপ অবিরত ক্রন্দন।
অামি দেখেনি নিস্পাপ মানুষের ওপর নরপিশাচের ভয়াল থাবা!
দেখেনি অামি মানুষরূপী শয়তানের,
ধ্বংসের কারুকার্যের লীলা।
অামি দেখেনি অত্যাচারীর লোলুপ জিহ্বা,
দেখেনি অামি মা বোনের নির্যাতনের দশা-
অার্তনাদ- কান্নার করুন জীবন ধারা।
অামি দেখেনি নয় মাস বীর বাঙ্গালির-
হার না মানা যুদ্ধক্ষেত্র,
দেখেনি অামি জীবন বাজী রেখে, দেশের তরে প্রাণ উৎসর্গ করা।
অামি দেখেনি সাড়ে সাতকোটি মানুষের স্বাধীনতা আন্দোলন।
অামি শুনেছি রেসকোর্সে জাতির জন্য বঙ্গবন্ধুর অগ্নিঝরা সে ভাষন।
জন্ম অামার ধন্য মুক্তিযোদ্ধার ঘরে
স্বাধীন এই বাংলার মাটিতে।
প্রাণ ভরে নিঃশ্বাস নেই মুক্ত বাতাসে
প্রকৃতির সাথে করি খেলা..
অনাবিল হাসি অানন্দ মাখামাখি করে।
অানলো যারা স্বাধীন করে অামার সোনার বাংলা।
বিশ্বের বুকে উঁচিয়ে ধরল লাল সবুজের পতাকা।
বিনম্র শ্রদ্ধা তোমাদের প্রতি।
যারা হলেন শহীদ, যুদ্ধাহত- গাজী।
যুগে যুগে অম্লান থাকবে এই বাংলায় প্রতিটি হৃদয় মাঝে। 


মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্মৃতির পাতায়