স্মৃতির পাতায়
আনেক বছর আগে স্মৃতির পাতায়, আমি যখন খুব ছোট, তখন রাতে পড়তে বসলে বিদ্যুৎ চলে গেলে অাম্মু- হারিকেন জ্বালিয়ে দিতো... হারিকেন টা মিট মিট করে জ্বলতো. . . আর ঘরের বাইরে থেকে ঝিঝি পোকার শব্দ কানে ভেসে আসতো.. ... মাঝে মাঝে ঘরের বাহির থেকে দু' চার টা জোনাক পোকা- ঘরের ভেতর অাসতো, হারিকেন টা জ্বলতে জ্বলতে একটা সময়ে তেল ফুরিয়ে যেতো!!
""হারিকেনের রাতে""
""ঝিঝি পোকাদের ডাকে""
""জোনাকির অালোয়""
""ঝিঝি পোকাদের ডাকে""
""জোনাকির অালোয়""
হারিকেনের সে রাত গুলো কে এখনো চার দেয়ালের মাঝে খুজে বেড়াই. . ..
আমিও ২০০১-২০০৭ সাল পর্যন্ত
উত্তরমুছুনহারিকেন ছিলো পড়াশুনা করার একমাত্র সম্ভল।
আজ সবই স্বৃতি