স্মৃতির পাতায়

আনেক বছর আগে স্মৃতির পাতায়, আমি যখন খুব ছোট, তখন রাতে পড়তে বসলে বিদ্যুৎ চলে গেলে অাম্মু- হারিকেন জ্বালিয়ে দিতো... হারিকেন টা মিট মিট করে জ্বলতো. . . আর ঘরের বাইরে থেকে ঝিঝি পোকার শব্দ কানে ভেসে আসতো.. ... মাঝে মাঝে ঘরের বাহির থেকে দু' চার টা জোনাক পোকা-  ঘরের ভেতর অাসতো, হারিকেন টা জ্বলতে  জ্বলতে  একটা সময়ে তেল ফুরিয়ে যেতো!! 
""হারিকেনের রাতে""
""ঝিঝি পোকাদের ডাকে""
""জোনাকির অালোয়""
হারিকেনের সে রাত গুলো কে এখনো চার দেয়ালের মাঝে খুজে বেড়াই. . ..   

মন্তব্যসমূহ

  1. আমিও ২০০১-২০০৭ সাল পর্যন্ত
    হারিকেন ছিলো পড়াশুনা করার একমাত্র সম্ভল।
    আজ সবই স্বৃতি

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুক্তিযুদ্ধের কবিতা।