কিছু কথা
কিছু কথা থাক না জানা,
কিছু কথা থাক না বলা।
কিছু কথা থাক না বলা।
কিছু স্মৃতি হোকনা অসীম,
কিছু ব্যথা মূলহীন
কিছু ব্যথা মূলহীন
কিছু অাশা অমলিন,
কিছু দেখা ইচ্ছে হীন।
কিছু দেখা ইচ্ছে হীন।
কিছু হাসি অমলিন,
কিছু কান্না সর্বজনীন।
কিছু কান্না সর্বজনীন।
কিছু স্বপ্ন প্রতিদিন,
কিছু কষ্ট নিয়মহীন।
কিছু কষ্ট নিয়মহীন।
কিছু ভূল ছিলো অামার,
কিছু ভূল ছিলো তোমার।
কিছু ভূল ছিলো তোমার।
ঘুম গুলোকে ছুটি দিয়ে তোমায় ভাবি
সকাল- দুপুর মনে মনে কথা বলি।
অামি তোমারই হতে চাই।
দু'চোখ ভরে দেখতে চাই।
সকাল- দুপুর মনে মনে কথা বলি।
অামি তোমারই হতে চাই।
দু'চোখ ভরে দেখতে চাই।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন