পোস্টগুলি

মার্চ, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
                       স্বাধীনতা           অার এস রায়হান মজুমদার দেশের তরে প্রান যাদের হয়েছে বলিদান। স্বাধীনতা তুমি তাদেরী দান। দেশের সম্মানে যে মা-দিয়েছে নিজ সম্মান। স্বাধীনতা তুমি তাদেরী দান। তোমার জন্য অকাতরে বিলিয়ে নিজের প্রান স্বাধীনতা তুমি তাদেরী দান। দেশের তরে যুদ্ধে পঙ্গুত্বের নাম, স্বাধীনতা তুমি আমার বাবা'র দান। অামার ধর্ষিতা বোনের বোবা কান্না, ছেলে হারা মায়ের অাহাজারি। করেছে হাজারো বাবার বুক খালি, হারিয়েছি জানি কত-শত বিবেকবান। সাড়ে সাত কোটি চোখের জলে। এিশ লক্ষ শহীদের রক্তের নামে, দিয়েছি দু'লক্ষ মা-বোনের ইজ্জত সম্মান। স্বাধীনতা তুমি কি তারই দাম। নাম না জানা শহীদের রক্তে অম্লান, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের নাম। হে প্রিয় স্বাধীনতা মুক্তিযুদ্ধের দান। আমি চিরদিন রাখিবো তোমার সম্মান।